নিকাব কি বাধ্যতামূলক, নারীর মুখমন্ডল খোলা রাখা কি জায়েজ?



একটি গবেষণাঃ

★ নারীর কন্ঠকে কর্কশ করতে বলা হয়েছে সেখানে তার মুখমন্ডল খোলা রাখা কিভাবে জায়েয!
কোমল কন্ঠের চেয়ে কি মুখমন্ডল হালকা!

★ নারীকে সুগন্ধি মেখে বাইরে চলতে নিষেধ করা হয়েছে, সেখানে তার মুখমন্ডল খুলে বাইরে চলা কিভাবে জায়েয!
সুগন্ধির চেয়ে কি মুখমন্ডল হালকা!

★ নারীকে নুপুরের শব্দ তুলে চলতে নিষেধ করা হয়েছে সেখানে তার মুখমন্ডল খোলা রাখা কিভাবে জায়েয!
নুপুরের শব্দের চেয়ে কি মুখমন্ডল হালকা!

★ নারীকে তার পায়ের পাতার নীচ পর্যন্ত কাপড় ঝুলিয়ে পরতে বলা হয়েছে, সেখানে তার মুখমন্ডল খোলা রাখা কিভাবে জায়েয!
পায়ের পাতার চেয়ে কি মুখমন্ডল হালকা!

★ নারীকে তার মাথার সম্পূর্ণ চুল ঢেকে রাখতে বলা হয়েছে, সেখানে তার মুখমন্ডল খোলা রাখা কিভাবে জায়েয!
মাথার চুলের চেয়ে কি মুখমন্ডল হালকা!

★ নারীকে জোরে পদক্ষেপ করতে নিষেধ করা হয়েছে, সেখানে তার মুখমন্ডল খোলা রাখা কিভাবে জায়েয!
জোরে হাটার চেয়ে কি মুখমন্ডল হালকা!

★ নারীকে চিৎকার করে কথা বলতে নিষেধ করা হয়েছে, সেখানে তার মুখমন্ডল খোলা রাখা কিভাবে জায়েয!
চিৎকার করে কথা বলার চেয়ে কি মুখমন্ডল হালকা!

★ নারীকে চোক্ষু নীচু করে চলতে বলা হয়েছে, সেখানে তার মুখমন্ডল খোলা রাখা কিভাবে জায়েয!
চোক্ষু নীচু করে চলার চেয়ে কি মুখমন্ডল হালকা!

★ নারীকে পরপুরুষের দিকে তাকাতে নিষেধ করা হয়েছে, সেখানে তার মুখমন্ডল খোলা রাখা কিভাবে জায়েয!
পরপুরুষের দিকে তাকানোর চেয়ে কি মুখমন্ডল হালকা!

আল্লাহ তায়ালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমীন।

ট্যাগ সমূহঃ

পর্দার বিধান, পর্দা করার উপকারীতা, কতটুকু পর্দা করা ফরজ, পর্দা কত প্রকার, নিকাব কি বাধ্যতামূলক, পর্দা কাকে বলে, মহিলাদের পর্দা সম্পর্কে ওয়াজ, হিজাবের গুরুত্ব।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url