মহাবিশ্ব, অজানা রহস্য


মহাবিশ্বঃ

আশ্চর্যজনক! আল্লাহর মাহাত্ম্য।

বিশ্বের মোট 228টি দেশ।

সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়।

ব্যাটল জুসের একটি তারা রয়েছে যা সূর্যের চেয়ে 330 মিলিয়ন গুণ বড়। আল্লাহু আকবার

Proxima Centauri, Alpha Centauri, Battle Juice হল একটি গ্যালাক্সি যা 500 বিলিয়ন তারা নিয়ে গঠিত।

আল্লাহ কোটি কোটি ছায়াপথ সৃষ্টি করেছেন।

পৃথিবীর দ্রুততম মহাকাশযান (অ্যাপোলো 11)

প্রতি সেকেন্ডে 11 ​​কি.মি

প্রতি মিনিটে 660 কি.মি

এটি ঘণ্টায় ৩৯ হাজার কি.মি বেগে চলে।

কেউ যদি পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টৌরিতে উড়তে চায়, অ্যাপোলো 11-এর 1.15 হাজার বছর লাগবে। যা কোনোভাবেই সম্ভব নয়।

গ্যালাক্সি, সুপার নোভাস, ব্ল্যাক হোল প্রথম আকাশ নয়।

১ম আকাশের মহাশূন্যতা,

তারপর ১ম আকাশ।

তারপর ২য় আকাশের মহাশূন্যতা,

তারপর ২য় আকাশ।

তারপর তৃতীয় আকাশের মহা শূন্যতা,

তারপর ৩য় আকাশ।

তারপর চতুর্থ আকাশের বিশাল শূন্যতা,

তারপর ৪র্থ আকাশ।

তারপর পঞ্চম আকাশের মহাশূন্য,

তারপর ৫ম আকাশ।

তারপর ষষ্ঠ আসমানে একটি গাছ আছে।

গাছটির নাম সিদরাতুল মুনতাহা।

মহানবী (সা.) বললেন, যদি তোমার আংটিটি সাহারা মরুভূমিতে নিক্ষেপ করা হয়, তবে আংটিটি বিশাল মরুভূমির চেয়ে ছোট, ১ম আসমান আল্লাহর ২য় আসমানের চেয়ে ছোট। আল্লাহু আকবার

তারপর সপ্তম আসমানে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আরশ।

আরশের ভিতরে আল্লাহর কুরসী, আল্লাহর সিংহাসন।

আল্লাহর সিংহাসন কত বড়?

সাত আসমান ও সাত যমীন যদি আল্লাহর আরশের উপর স্থাপন করা হয়, তাহলে সাত আসমান ও সাত যমীনও হারিয়ে যাবে যেভাবে বিশাল মরুভূমিতে আংটি নিক্ষেপ করা হয়।

আল্লাহু আকবার

প্রভু আমাকে আপনার সৃষ্টির জ্ঞান ও উপলব্ধি দান করুন, আমিন আমিন ছুম্মা আমিন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url