দোয়া কুনুতের শিক্ষা ও আল্লাহর সাথে ওয়াদা
নামায আদায় করেও আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করছি নাতো!!!
দোআ কুনুতের ওয়াদাঃ
اَللَّمُمَّ اِنَّا نَسْتَعِيْنُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِىْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ-اَللَّهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّىْ وَنَسْجُدُ وَاِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ وَنَرْجُوْ رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ اِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ
হে আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনার কাছে হেদায়েত কামনা করছি। আপনার কাছে ক্ষমার আবেদন করছি। আপনার কাছে তওবা করছি। আপনার প্রতি বিশ্বাস স্থাপন করছি। আপনার উপর ভরসা করছি। আপনার সকল কল্যাণের প্রশংসা করছি। আমরা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আপনার অনুগ্রহ অস্বীকার করি না। আমরা পৃথক চলি। এবং পরিত্যাগ করি এমন লোকদের, যারা আপনার বিরুদ্ধাচারণ করে। হে আল্লাহ! আমরা আপনারই ইবাদত করি। এবং আপনারই সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা নামাজ পড়ি ও সিজদা করি। আপনার প্রতিই আমরা ধাবিত হই এবং আমরা আপনার আযাবকে ভয় করি। নিশ্চয় আপনার প্রকৃত আযাব কাফেরদের উপর পতিত হবে।
দোআ কুনুতের শিক্ষাঃ
দুআ কুনুতের মাধ্যমে আমরা মহান আল্লাহ তাআলার সাথে কিছু ওয়াদা করি। অনেকেই আরবী না বুঝার কারণে জানি না কি কি বিষয়ে ওয়াদা করি। তাই নামাযের মধ্যে ওয়াদা করে বাইরে এসে তা ভঙ্গ করি।
১ নং ওয়াদাঃ "হে আল্লাহ আমরা একমাত্র আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি।"
এই ওয়াদা করে এসে, আমরা মানুষের কাছে সাহায্য প্রার্থনা করি, পীরের কাছে সাহায্য প্রার্থনা করি, জ্বীনের কাছে সাহায্য প্রার্থনা করি, মাজারে গিয়ে সাহায্য প্রার্থনা করি। তাহলে আমরা আল্লাহর সাথে এই ওয়াদা ভঙ্গ করলাম।
২ নং ওয়াদাঃ "আপনার কাছে তাওবা করছি।"
এই ওয়াদা করে এসে আমরা আবার গোনাহের কাজে লিপ্ত হচ্ছি। সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, চুরি করছি, খুন করছি, জেনা করছি, মিথ্যা বলছি, গীবত করছি, পরনিন্দা করছি, চোগলখোরি করছি ইত্যাদি। তাহলে আমরা আল্লাহর সাথে এই ওয়াদা ভঙ্গ করলাম।
৩ নং ওয়াদাঃ "আপনার উপর ভরসা করছি।"
এই ওয়াদা করে এসে আমরা মানুষের উপর ভরসা করছি, ব্যাবসার উপর ভরসা করছি, ফল-ফসলের উপর ভরসা করছি, পীরের উপর ভরসা করছি, মাজারের উপর ভরসা করছি। তাহলে আমরা আল্লাহর সাথে এই ওয়াদা ভঙ্গ করলাম।
৪ নং ওয়াদাঃ "আমরা আপনার অনুগ্রহ অস্বীকার করি না।"
এই ওয়াদা করে এসে আমরা বলি জীবনে কিছু পেলাম না, কত মানুষকে আল্লাহ তাআলা ধনী বানিয়েছে অথচ আমাকে গরীব বানালো কেন? আল্লাহ তাকে এটা দিয়েছে, সেটা দিয়েছে আমাকে দিলেন না কেন?
অথচ আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন, রিজিক দিয়েছেন, ঋণের বোঝা চাপিয়ে দেননি, পেরেশানি দেননি, অবসর দিয়েছেন এগুলো তো অনেক বড় বড় নিয়ামত যা পেয়েও সে অস্বীকার করছে।
তাহলে আমরা আল্লাহর সাথে এই ওয়াদা ভঙ্গ করলাম।
৫ নং ওয়াদাঃ "আমরা পৃথক চলি। এবং পরিত্যাগ করি এমন লোকদের, যারা আপনার বিরুদ্ধাচারণ করে।"
এই ওয়াদা করে এসে আমরা সেই সমস্ত লোকদের সাথেই উঠা-বসা করি, যারা আল্লাহকে মানে না, নামায আদায় করে না, রোযা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, সিনেমা দেখে, জুয়া খেলে, মদ খায়, গাঁজা খায়, গান বাজনা করে। তাহলে আমরা আল্লাহর সাথে এই ওয়াদা ভঙ্গ করলাম।
৬ নং ওয়াদাঃ "হে আল্লাহ! আমরা আপনারই ইবাদত করি।"
এই ওয়াদা করে এসে আমরা মানুষের ইবাদত করছি। ইবাদত মানে হচ্ছে, আইন মানা, বিধান মানা, হুকুম মানা, গোলামী করা। আমরা কি আল্লাহর আইন মানছি নাকি মানুষের তৈরী করা আইন মানছি বলেন? ইবাদত মানে শুধু নামায, রোযা নয়! আপনার আমার জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আইন মানায় হচ্ছে, ইবাদত। কেউ কেউ আবার চেষ্টা করছি যারা আল্লাহর আইনের কথা বলেন তাদেরকে হয়রানি করতে। তাহলে আপনি যেখানে আল্লাহর কুরআনের আইন মানছেন না সেখানে মানুষের তৈরী করা আইন মানছেন। অর্থাৎ মানুষের ইবাদত করছেন। তাহলে আমরা আল্লাহর সাথে এই ওয়াদা ভঙ্গ করলাম।
৭ নং ওয়াদাঃ "এবং আপনারই সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা নামাজ পড়ি ও সিজদা করি।"
এই ওয়াদা করে এসে আমরা নামায ও আদায় করছি আবার লোক দেখাচ্ছি। হয়তো পিতা-মাতাকে খুঁশি করার জন্য নামায আদায় করছি, হুযুর কে খুঁশি করার জন্য নামায আদায় করছি, প্রতিবেশীকে দেখানোর জন্য নামায আদায় করছি, ইলেকশনে জেতার জন্য নামায আদায় করছি, বিপদে পড়ে নামায আদায় করছি, মানুষের কাছে ভালো সাজার জন্য নামায আদায় করছি, মানুষের কাছে সম্মান পাওয়ার আশায় নামায আদায় করছি। তাহলে আমরা আল্লাহর সাথে এই ওয়াদা ভঙ্গ করলাম। নাউজুবিল্লাহ