রাসূলুল্লাহ সাঃ এর চুল মোবারক যেভাবে পরিপাটি করে রাখতেন

রাসূলুল্লাহ সাঃ এর চুল মোবারক যেভাবে পরিপাটি করে রাখতেন


রাসূলুল্লাহ সাঃ এর মাথার চুল মোবারক দু'কানের মাঝ বরাবর লম্বা ছিলঃ


হাদীসঃ

আনাস ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) এর মাথার চুল দু’কানের মধ্যভাগ পর্যন্ত লম্বা ছিল।

{নাসাঈ শরীফ, হাঃ ৫২৩৪, শারহুস সুন্নাহ, হাঃ ৩৬৩৮}

হাদীসঃ

আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এবং রাসূলুল্লাহ (সঃ) একত্রে একই পাত্রের পানি দ্বারা গোসল করতাম। আর তাঁর চুল কানের লতি এবং মধ্যবর্তী স্থান বরাবর লম্বা ছিল।

{শারহুস-সুন্নাহ, হাঃ ৩১৩৭,মিশকাত, হাঃ ৪৪৬০}

হাদীসঃ

বারা ইবনে আযিব (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) মধ্যমাকৃতির দেহবিশিষ্ট ছিলেন। তার দু’কাঁধের মধ্যবর্তী স্থান প্রশস্ত ছিল। তার মাথার চুল কানের লতি পর্যন্ত লম্বা ছিল।

{সহীহ বুখারী, হাঃ ৩৫৫১, সহীহ মুসলিম, হাঃ ৬২১০, আবু দাউদ, হাঃ ৪০৭৪, নাসাঈ, হাঃ ৫২৩২, মুসনাদে আহমাদ, হাঃ ১৮৪৯৬, সহীহ ইবনে হিব্বান, হাঃ ৬২৮৪, মিশকাত, হাঃ ৫৭৮৩}

হাদীসঃ

আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) এর মাথার চুল তার
দু’কানের মাঝামাঝি পর্যন্ত লম্বা ছিল।

{সহীহ মুসলিম, হাঃ ৬২১৫, নাসাঈ শরীফ, হাঃ ৫০৬১, মুসনাদে আহমাদ, হাঃ ১২১৩৯}

রাসূলুল্লাহ সাঃ এর চুল মোবারক সামান্য কোঁকড়ানো ছিলঃ


হাদীসঃ

কাতাদা (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) এর কেশ কেমন ছিল সে সম্পর্কে আমি আনাস (রাঃ)-এর নিকট জিজ্ঞেস করেছিলাম। তিনি বললেন, তিনি অত্যাধিক কোকড়ানো কিংবা একেবারে সোজা কেশবিশিষ্ট ছিলেন না। তার কেশ উভয় কানের লতি পর্যন্ত শোভা পেত।

{নাসাঈ শরীফ, হাঃ ৫২৩৪, সহীহ বুখারী, হাঃ ৩৫৫১, সহীহ মুসলিম, হাঃ ৬২১০, আবু দাউদ শরীফ, হাঃ ৪০৭৪}

রাসূলুল্লাহ সাঃ তাঁর চুল মোবারকে সিঁথি করে রাখতেনঃ


হাদীসঃ

ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) তার কেশ নিম্নদেশে ঝুলিয়ে রাখতেন (অর্থাৎ প্রথমদিকে তিনি সিথি করতেন না)। আর মুশরিকরা তাদের মাথায় সিথি করত। পক্ষান্তরে আহলে কিতাব তাদের মাথার চুল ঝুলিয়ে রাখত। প্রথমদিকে রাসূলুল্লাহ (সঃ) যে ব্যাপারে প্রত্যাদেশ না পেতেন, সেসব ব্যাপারে আহলে কিতাবদের অনুসরণ পছন্দ করতেন। এরপর রাসূলুল্লাহ (সঃ) তার কেশকে সিঁথি করতেন।

{সহীহ বুখারী, হাঃ ৩৫৫৮, নাসাঈ শরীফ, হাঃ ৫২৩৮, মুসনাদে আহমাদ, হাঃ ২৬০৫}

রাসূলুল্লাহ সাঃ এর চুল মোবারকে বেণী বেঁধেছেনঃ


হাদীসঃ

উম্মে হানী বিনতে আবু তালিব (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (সঃ) চারটি চুলের বেণী নিয়ে মক্কায় আগমন করেছিলেন।

{আবু দাউদ শরীফ, হাঃ ৪১৯৩, ইবনে মাজাহ, হাঃ ৩৬৩১}

ব্যাখ্যাঃ উক্ত হাদীসে বেণী বলতে মহিলাদের মতো চুলের বেণী বাঁধা নয়। বরং তা ছিল বিশেষ একধরনের চুলের পরিপাটি। আল্লাহর রাসূল সাঃ চুলের প্রতি যত্ন নিতেন, উস্ক খুস্ক চুল রাখতেন না চিরুনি দিয়ে চুল আঁচড়িয়ে পরিপাটি করে রাখতেন।

রাসূলুল্লাহ সাঃ মাথার ডান দিক থেকে চুল মোবারক আঁচড়াতেনঃ


হাদীসঃ

আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) যখন ওযু করতেন তখন ডান দিক থেকে শুরু করতেন, কেশ বিন্যাস ও জুতা পরিধানের কাজও ডান দিক থেকে আরম্ভ করতেন।

{মুসলিম শরীফ, হাঃ ৬৩৯, ইবনে মাজাহ, হাঃ ৪০১}

রাসূলুল্লাহ সাঃ প্রত্যহ বার বার চুল আঁচড়াতে নিষেধ করেছেনঃ


হাদীসঃ

আবদুল্লাহ ইবনে মুগাফফাল (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) প্রত্যহ (বারবার) কেশ বিন্যাস করতে নিষেধ করেছেন।

{আবু দাউদ শরীফ, হাঃ ৪১৬১, নাসাঈ শরীফ, হাঃ ৫০৫৬, মুসনাদে আহমাদ, হাঃ ১৬৮৩৯}
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url